• pratik mondal
    pratik mondal

Khuji Khuji Khuni Part 1

  • 25 May, 2022

"রাগ, ষড়রিপুর মধ্যে এমন এক রিপু যা খুবই ধ্বংসাত্মক। কিন্তু, তার চেয়েও বড় রিপু হয়ে উঠতে পারত মানসিক বিকৃতি। বিকৃত মানব কখন যে কি দেখে, কি করে, কি বলে, কেউ জানে না যে। তাদেরকে বেঁধে রেখে দিলে সামাজিক চোখরাঙানি, ছেড়ে রাখলে মৃত্যুর হাতছানি। কিভাবে? একটু ভাবুন। ভাবলে দেখবেন যে, বিকৃত মনের মানুষের সঙ্গে আপনি নিজের অজান্তে যা যা দুর্ব্যবহার করেছেন সবই সে ফিরিয়ে দিতে চায়। সেটার জন্য একটা ছুরিই যথেষ্ট। সুতরাং, সময় থাকতে সাবধান হোন।"

প্রতিবেদনটা মন দিয়ে পড়লেও লেখার ভঙ্গিমাটা তার একদমই পছন্দ হয়নি। হতেও পারে ইচ্ছাকৃতভাবে এমন অপমানজনক সুরে প্রতিবেদনটা লেখা! খবরের কাগজটা মুড়ে স্টেশন থেকে নামলেন প্রদ্যুৎ বাবু। শেষের অংশটুকুতে যা বলেছে তা খারাপ লাগলেও, কিছু জিনিস ঠিক। কারণ তার রাতে ঘুম ক'দিন ধরে হচ্ছেই না। মাথা ধরছে, মাথায় ভুলভাল চিন্তা আসছে, দুঃস্বপ্ন দেখছেন, আরো কত কি! কেন হচ্ছে, তা তিনি বুঝতেও পারছেন না। এবং সত্যি বলতে বাকিদের বুঝতে দিচ্ছেন না। আসলে তাঁর জীবনে একটা গোপন দুঃখ আছে, যেটাকে ব্যর্থতা বললেও ভুল হবে না। তাঁর কোন সন্তান নেই। সত্যি বলতে সেটার দায় তাঁরই। কিন্তু ব্যর্থতা সেটা নয়। তাঁর অক্ষমতা লুকিয়ে রেখেছেন সযত্নে। তাই অভিযোগের আঙুল শুক্লার দিকেই। সে জিনিসের প্রতিবাদ না করার ব্যর্থতা একটা ঘটনার পর থেকে তাকে যেন ভিতর থেকে ফালাফালা করে দেয়। সেই চিন্তাগুলোই সম্প্রতি তাঁকে পাগল করে দিচ্ছে। প্রেসে কাজ করছেন বছর দশেক হলো। নিখুঁতভাবে কাজ করা প্রদ্যুৎ বাবুর কাজেও ভুল হচ্ছে বেশ কিছুদিন ধরে।

-"চা লাগবে বাবু?"

-"এত সকালে চা! পাঁঠা নাকি!"

-"অন্য দিন তো খান আজ কি হলো?"

বলে গজগজ করতে করতে চলে গেল মাধব বেয়ারা। সত্যিই তো রোজ খান! আজ এত রেগে গেলেন কেন? অকারনে চিৎকার করলে শরীর খারাপ হতে পারে। নাহ ঠিক হচ্ছে না কাজটা। শান্ত থাকতে হবে তাঁকে।

Write a comment ...

pratik mondal

Show your support

আমি একজন বাঙালি লেখক,যে নিজের লেখনী দিয়ে বুঝিয়ে দিতে চাই যে বাংলা সাহিত্য এখনো আগের মতনই রঙিন এবং পাঠযোগ্য। তাছাড়া আমার ব্যক্তিগত মতামতও আপনার কাছে তুলে ধরতে চাই। তো সেই যাত্রায় আপনাদের সমর্থন একান্ত কাম্য

Write a comment ...

pratik mondal logo
    • Change PhotoChange photo
    • Create A Unique Profile PhotoCreate A Unique Profile Photo
  • Delete photo

pratik mondal

  • 4 Followers

  • 4 Following

  •  অভ্যেস বলে কিছু নেই অভ্যেস বলে কিছু নেই

    অভ্যেস বলে কিছু নেই

    হাত ঘড়িটার ব্যাটারি শেষ। কাঁটাগুলো এগোতে গিয়েও থমকে যাচ্ছে বারবার ওটা থেমেই থাক। সময়টাকে স্থির রেখে একটু পুরাতন স্মৃতির অ্যালবামে চোখ মেলাচ্ছি। সেগুলো কিছু বলতে চায়। যার জন্যই আজ আমি কলম হাতে সনাতনী প্রথায় সাদা কাগজে আঁকব অপ্রকাশিত কিছু কথা।

    pratik mondal
    pratik mondal